• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

দেবীগঞ্জে নির্বাচনী সহিংসতার মামলায় গ্রেফতার ৫

প্রকাশিত: ২৫ মে ২০২৪  

পঞ্চগড়ের দেবীগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা উপ-সচিব, কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা এবং সরকারি যানবাহন ভাঙচুরের মামলায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২২ মে) বিকেল সাড়ে ৫টায় উপজেলার শালডাঙ্গা ইউনিয়নে অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাসের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে দেবীগঞ্জ থানা পুলিশের একটি টিম। এ সময় কেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িত থাকায় পাঁচজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, শালডাঙ্গা ইউনিয়নের মধ্যশিকারপুর এলাকার গজেন্দ্রনাথ রায়ের ছেলে জগদীশ চন্দ্র রায় ও স্বপন চন্দ্র রায়, একই এলাকার ভুপেন্দ্র নাথ বর্মনের ছেলে পরিমল চন্দ্র বর্মন, মৃত সলেমান শাহের ছেলে মো. সোহাগ শাহ এবং ছত্রশিকারপুর এলাকার জগদীশ চন্দ্র বর্মণের ছেলে অজয় চন্দ্র বর্মন।

বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, নির্বাচনী সহিংসতার ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২১ মে) সন্ধ্যায় উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের দামানিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ফলাফল দিতে দেরি হওয়ায় ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালান চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকরা। এতে আহত হন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিবসহ ছয়জন। এছাড়া নির্বাচনের কাজে ব্যবহৃত তিনটি গাড়ি ও বেশ কিছু মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ ঘটনায় ওই কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তা বাদী হয়ে দেবীগঞ্জ থানায় দুইজনের নাম উল্লেখ করে এবং ৬০০  জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –