• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

অস্ট্রেলিয়াকে হারাল আফগানরা, সেমির স্বপ্ন উজ্জ্বল বাংলাদেশের

প্রকাশিত: ২৩ জুন ২০২৪  

আইসিসি টি-২০ বিশ্বকাপে সুপার এইটের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়েছে আফগানিস্তান। দলটির এই ঐতিহাসিক জয়ের ফলে উজ্জ্বল হয়েছে বাংলাদেশের সেমিফাইনালের স্বপ্ন। শেষ ম্যাচে কিছু সমীকরণ মিললে সেমিতে যেতে পারে টাইগাররা।

আজ কিংসটাউনের আর্নস ভ্যালে স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৮ রান সংগ্রহ করে আফগানিস্তান। জবাবে ১৯.২ ওভারে ১২৭ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। আফগানদের ঐতিহাসিক জয় ২১ রানে।

এই ম্যাচ শেষে সুপার এইটের গ্রুপ ওয়ানে দুই ম্যাচে দুই জয়ে শীর্ষে ভারত। একটি করে জয় পেলেও রান রেটে এগিয়ে থেকে দুই অস্ট্রেলিয়া, তিনে আফগানিস্তান। কোনো ম্যাচ না জেতা বাংলাদেশ টেবিলের তলানীতে।

গ্রুপের শেষ রাউন্ডে ভারতের বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া। আরেক ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। সেমিতে যেতে চাইলে বাংলাদেশকে ম্যাচটি বড় ব্যবধানে জিততে হবে। অন্যদিকে অস্ট্রেলিয়াকে হারতে হবে।

এমনটা হলে ভারতের পয়েন্ট হবে ৬। আর বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের পয়েন্ট হবে সমান ২। তখন রান রেটে এগিয়ে থাকতে পারলেই সেমিতে খেলবে টাইগাররা। যা কঠিন হলেও অসম্ভব নয় মোটেও।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –