• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

ইমরুল-সৌম্যের ব্যর্থতায় চাপে বাংলাদেশ

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৮  

প্রথম ইনিংসে উইন্ডিজকে ২৪৬ রানে অলআউট করে ৭৮ রানের লিড পায় বাংলাদেশ। জবাবে ব্যাটিং নেমে শুরুতেই ইমরুল কায়েসের উইকেট হারিয়ে বসেছে বাংলাদেশ।

প্রথম ইনিংসে মুমিনুলের শতকের (১২০) উপর ভর করে ৩২৪ রানের ইনিংস গড়ে বাংলাদেশ। যেখানে দ্বিতীয় সর্বোচ্চ রান ইমরুল কায়েসের। কিন্তু সে রানেও পেয়েছিলেন ২-৩বার জীবন। এতবার জীবন পেয়েও শতক হাঁকাতে না পারা টেস্ট ব্যাটসম্যানদের জন্য সমালোচনার বিষয়ই বটে। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত ইমরুল যেন টেস্টে একেবারেই ফিকে হয়ে পড়েছেন।

প্রথম ইনিংসে ৪৪ রানের পর দ্বিতীয় ইনিংসে লিড নিয়ে ব্যাটিং নামে বাংলাদেশ। কিন্তু শুরুতেই ওয়ারিক্যানের বলে বোল্ড হয়ে ফিরেছেন ইমরুল। ব্যক্তিগত সংগ্রহ এক রান। এর কিছু পর ফিরেছেন সৌম্য সরকারও। ফলে দ্রুত সময়েই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ।

এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের দলীয় সংগ্রহ ২ উইকেটে ১৪ রান।

এর আগে সাকিব-নাঈমের স্পিন বিষে নীল হয়েছে সফরকারীরা। অভিষিক্ত নাঈম সবচেয়ে কম বয়সে পাঁচ উইকেট দখল করে বিশ্বরেকর্ডই গড়েছেন। একই সঙ্গে দেশীয় স্পিনারদের মধ্যে চতুর্থ ও সবমিলিয়ে অষ্টম বোলার হিসেবে অভিষেক টেস্টে পাঁচ উইকেট দখলও করেন তিনি। অন্যদিকে সাকিব নিয়েছেন তিন উইকেট।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –