• বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

‘যেভাবেই হোক আমরা ম্যাচ জিতব’

প্রকাশিত: ১০ নভেম্বর ২০১৮  

প্রথম টেস্ট হারের পর দ্বিতীয় টেস্টে একাধিক পরিবর্তন আসছে তা প্রায় নিশ্চিত। বিশেষত মুস্তাফিজুর রহমানের ফেরাটা প্রায় নিশ্চিত। কাটার মাস্টারের দলে ফেরাতে বাংলাদেশ এগিয়ে যাবে এমনটাই মনে করেন আরিফুল হক। এছাড়া দ্বিতীয় ম্যাচ ঘিরে বাড়তি চিন্তা নয়, বরং যেভাবেই হোক ম্যাচ জিততে চানা এই অলরাউন্ডার।

শুক্রবার অনুশীলন শেষে আরিফুল হক বলেন, ‘কোনো চাপ নেই আমাদের। মূল বোলার মুস্তাফিজ খেলেনি। সে ফিরলে আমরা জিততে পারব। ইতিবাচক আছি আমরা। ডু অর ডাই। যেভাবেই হোক আমরা ম্যাচ জিতব।’

বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচ দিয়েই টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হয় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের। ম্যাচকে ঘিরে বিস্তর পরিকল্পনা করে আয়োজকরা। কিন্তু আসল কাজ ম্যাচ জেতা। যা সম্পন্ন করতে পারেননি বাংলাদেশের ক্রিকেটাররা। ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১৫১ রানের বড় ব্যবধানে হারে বাংলাদেশ। আর তাতে নুন্যতম প্রতিরোধও গড়তে ব্যর্থ মাহমুদউল্লাহর দল।

সিরিজ বাঁচাতে হলে দ্বিতীয় ও শেষ টেস্টে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে। আর তাই এ ম্যাচ নিয়ে বাড়তি চিন্তাও করছে না দল।আরিফুল বলেন, ‘আমরা যদি শেষ ম্যাচটা নিয়ে চিন্তা করি, মানসিকভাবে পিছিয়ে থাকব। আমরা ওটা নিয়ে চিন্তা করব না। ম্যাচ, বল টু বল নিয়ে চিন্তা করব। দল হিসেবে যদি খেলতে পারি, সবাই যদি ইতিবাচক খেলতে পারে, ম্যাচ জেতা কঠিন হবে না জিম্বাবুয়ের বিপক্ষে।’

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –