• বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

রিয়াদের হাফ সেঞ্চুরি

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০১৮  

ক্যারিয়ারের ১৬তম হাফ সেঞ্চুরি তুলে নিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। দ্বিতীয় দিনের প্রথম সেশনের ১১তম ওভারেই হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ৮৮ বলে ৫০ রানে ব্যাট করছেন রিয়াদ। উইকেটের অপর প্রান্তে ৫ রান নিয়ে ব্যাট করছেন লিটন দাস।

এর আগে গতকাল টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছিল ৫ উইকেটে ২৫৯ রান। দিন শেষে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান ৫৫ ও মাহমুদউল্লাহ রিয়াদ ৩১ রানে অপরাজিত ছিলেন। প্রথম দিনে অভিষিক্ত সাদমান ইসলাম ৭৬ রান করেন। চট্টগ্রামে প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ তে এগিয়ে আছে স্বাগতিক বাংলাদেশ।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে ব্যাট করতে নামে সাকিব-রিয়াদ। ক্যারিবীয় পেসার কেমর রোচ বল হাতে দিন শুরু করেন। সাকিব আল হাসান প্রথম ওভারেই বাউন্ডারি দিয়ে ভালো শুরুর ইঙ্গিত দেন।

দিনের সপ্তম ওভারে কেমর রোচের পঞ্চম বলে শাই হোপকে ক্যাচ দিয়ে ফিরেন সাকিব আল হাসান। ষষ্ঠ উইকেট জুটিতে সাকিব-মাহমুদউল্লাহ ১১১ রানের জুটি গড়েন। ১৩৯ বলে ৮০ রান করেন সাকিব।

স্কোর: বাংলাদেশ প্রথম ইনিংস- ৩১৩/৬

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –