• মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১ ১৪৩১

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৬

মুশফিক ৪ হাজারি ক্লাবে...

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৮  

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে দ্বিতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৪০০০ রান পূর্ণ করেছেন মুশফিকুর রহিম।

ক্রিজে নামার আগে ৪ হাজারি ক্লাবে ঢোকার জন্য মুশফিকের আর মাত্র ৮ রান দরকার ছিল। দেবেন্দ্র বিশুর বলে কাট শট খেলে পয়েন্টে ঠেলে দিয়ে ১ রান নেয়ার সঙ্গে সঙ্গেই তিনি এই কৃতিত্ব অর্জন করেন। অবশ্য এরপর আর ইনিংস বাড়াতে পারেননি তিনি। ফিরেছেন ১৪ রানে।

১৪ রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে মুশফিক আরো দুই রেকর্ড নিজের করে নেয়ার সামনে দাঁড়িয়ে আছেন। দ্বিতীয় ইনিংসে ৪৪ রান করলে তামিম ইকবালকে ছাড়িয়ে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। এছাড়া আর ২২ রান করলে তামিম ও সাকিবের সঙ্গে তৃতীয় ক্রিকেটার হিসেবে মিরপুরের মাঠে টেস্টে ১০০০ রান তিনি পূর্ণ হবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –