• মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১ ১৪৩১

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৬

উইকেট হারিয়ে সেশন শেষ করলো বাংলাদেশ

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৮  

দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ। সকালে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। প্রথম সেশন শেষে দলীয় সংগ্রহ ২ উইকেটে ৮৭ রান। সাদমান ৩৬ রানে অপরাজিত রয়েছেন। মিরপুরে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টের মাধ্যমে দেশের ৯৪তম টেস্ট খেলোয়াড় হিসেবে অভিষেক হয় সাদমান ইসলাম অনিকের। সৌম্য সরকারের সঙ্গে ইনিংসের গোড়াপত্তন করেন তিনি। অভিষেক ম্যাচের প্রথম সেশনে  টেস্ট ব্যাটসম্যান হিসেবে দারুণ দক্ষতা দেখান এই বাঁহাতি। মাথা ঠাণ্ডা রেখে ব্যাট করেন তিনি। ৩৬ রান তুলতে খেলেছেন ১১৬ বল।

ওপেনিংয়ে সাবধানী শুরু করে বাংলাদেশ। কিন্তু বেশিদূর এগোতে পারেনি এই জুটি। দলীয় ৪২ রানে ফিরে যান সৌম্য। যাওয়ার আগে ৪২ বলে ১৯ রান করেন তিনি। রোস্টন চেজের বলে প্রথম স্লিপে শাই হোপের হাতে ধরা পড়েন এই সৌম্য সরকার। এরপরই সাদমানের সঙ্গে দলের হাল ধরেন মুমিনুল। প্রথম সেশনের একেবারে শেষ মুহূর্তে রোচের বলে ক্যাচ তুলে দেন মুমিনুল।

এর আগে বাংলাদেশের ব্যাটিং স্তম্ভ মুশফিক খেলবেন কি না তা নিয়ে সংশয় থাকলেও একাদশে রয়েছেন তিনি। এছাড়া দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। 

আগের টেস্টে খেলা ইমরুল কায়েসের স্থলাভিষিক্ত হয়েছেন সাদমান এবং মুস্তাফিজুর রহমান বাদ পড়ায় দলে ঢুকেছেন লিটন দাস। ফলে, এই প্রথমবারের মতো কোনো পেসার ছাড়াই মাঠে নামল বাংলাদেশ।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –