• মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১ ১৪৩১

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৬

বাংলাদেশের দল ঘোষণা ইমার্জিং কাপে...

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৮  

ইমার্জিং কাপে নুরুল হাসান সোহানকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দল ঘোষণা করে বিসিবি। ৬ থেকে ১৫ ডিসেম্বর পাকিস্তান ও শ্রীলঙ্কায় বসতে যাচ্ছে ইমার্জিং কাপের আসরটি। ‘এ’ গ্রুপের খেলা হবে শ্রীলঙ্কায়। ‘বি’ গ্রুপের খেলা অনুষ্ঠিত হবে পাকিস্তানে।

বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। তাদের গ্রুপ সঙ্গী স্বাগতিক পাকিস্তান, হংকং ও সংযুক্ত আরব আমিরাত। ‘এ’ গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান, ভারত ও ওমান।

ইমার্জিং কাপ এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজিত একটি আসর। যেখানে টেস্ট খেলুড়ে দলগুলোর অনূর্ধ্ব-২৩ দল খেলে থাকে। তবে সহযোগী দলগুলোর মূল জাতীয় দল অংশগ্রহণ করে।

এবছর আট দলের পাঁচটিই টেস্ট খেলুড়ে দেশ। বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে যুক্ত হয়েছে আফগানিস্তান। গেল বছর বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল ইমার্জিং কাপের আসর।

বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলটিতে জাতীয় দলে বর্তামান তারকা কিন্তু আপাতত দলের বাইরে এমন খেলোয়াড় রয়েছেন বেশ ক’জন।

নুরুল হাসান সোহানের সঙ্গে রয়েছে মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, শফিউল ইসলাম, আফিফ হোসেন রয়েছেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট স্কোয়াডে থাকা নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদও রয়েছেন এই দলে।

১৫ সদস্যের দল: নুরুল হাসান সোহান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত(সহ-অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, মিজানুর রহমান, শফিউল ইসলাম, জাকির হাসান, সাইফ হাসান, ইয়াসির আলি চৌধুরী, তানভীর ইসলাম, আফিফ হোসেন, নাঈম হোসেন, শরিফুল ইসলাম, কাজী অনিক ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মোহর শেখ

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –