• মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১ ১৪৩১

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৬

সিক্স-জি নেটওয়ার্ক চালুর পরিকল্পনা চীনের!

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৮  

সারাবিশ্বের সচেতন স্মার্টফোন ব্যবহারকারীরা এখনো ফোর-জি ব্যবহার করছে। দ্রুতগতির ফাইভ-জি নেটওয়ার্ক চালু হয়নি কোথাও। তবে শিগগিরই চালু হবে নতুন এই নেটওয়ার্ক সংস্করণ। এরমধ্যে চীন জানালো, সিক্স-জি নিয়ে আসছে তারা। তাদের দাবি, তারাই বিশ্বের প্রথম সিক্স-জি (সিক্সথ জেনারেশন) চালু করবে। এ জন্য সব প্রস্তুতি নিয়ে এগোচ্ছে চীন সরকার।

চীনের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ফাইভ-জি প্রযুক্তির গবেষণা গ্রুপের প্রধান সু জিন বলেন, বেইজিং শহরে চলতি বছরের মার্চে এ কাজ শুরু হয়। তবে আনুষ্ঠানিকভাবে ২০২০ সালে কাজ শুরু হবে। ২০৩০ সালের মধ্যে বাণিজ্যিকভাবে বড় পরিসরে সিক্স-জি নেটওয়ার্ক চালুর পরিকল্পনা আছে চীন সরকারের। চীনের ৩টি মোবাইল সংস্থা সিক্স-জি নেটওয়ার্কের পরীক্ষা চালাচ্ছে। কয়েক বছরের এই পরিকল্পনায় রয়েছে সিক্স-জি প্রযুক্তির গবেষণা, উন্নয়ন এবং নেটওয়ার্কের কৌশল বের করা।

ফাইভ-জি'তে ৩টি অ্যাপ্লিকেশন দৃশ্য রয়েছে- বড় ব্যান্ডউইথড, কম বিলম্ব এবং বিস্তৃত সংযোগ। হুয়াওয়ে দাবি করেছে, ৮গিগাবাইটের একটি মুভি থ্রি-জি প্রযুক্তিতে ডাউনলোড করতে যেখানে ৭০ মিনিট লাগে ফোর-জি'তে তা করা যাচ্ছে মাত্র ৭মিনিটে। আর ফাইভ-জি প্রযুক্তি হলে সেটি করা যাবে মাত্র ৬সেকেন্ডে!

ফোর-জি নেটওয়ার্কে ফ্রিকোয়েন্সি রেঞ্জ ৭০০ মেগাহার্টজ। ফাইভ-জি’র ক্ষেত্রে এই ফ্রিকোয়েন্সি রেঞ্জ থাকে ৫ গিগাহার্টজ (৫০০০ মেগাহার্টজ)। এমনকি স্যাটেলাইটগুলোর ফ্রিকোয়েন্সি রেঞ্জও থাকে ৩.৫ গিগাহার্টজ থেকে ৫ গিগাহার্টজ। স্যাটেলাইটের মতো হুবহু সুবিধা না পাওয়া গেলেও এর কাছাকাছি সুবিধা দেবে ফাইভ-জি। তবে সিক্স-জি'তে নতুন কী সেবা থাকবে তা এখনো স্পষ্ট করেনি চীন।

চীনে নতুন সিক্স-জি নিয়ে গবেষণা অন্য দেশের চেয়ে তাদের প্রযুক্তির অগ্রগতিকেই নির্দেশ করে। ফাইভ-জি চালুর ক্ষেত্রেও মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানের চেয়ে এগিয়ে আছে চীন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –