• বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

বিমানবন্দরমুখী হাজারো মুসল্লি, জনমনে শঙ্কা

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০১৮  

রাস্তায় নেই বাস, যানশূন্য রাস্তায় শুধুমাত্র দেখা মিলছে হাজারো মুসুল্লির। টঙ্গি ইস্তেমা মাঠ থেকে দলে দলে ভিড় করছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর মেন গেটেরর দিকে। সবার গন্তব্য যেন সেখানে।

এর আগে ভোর থেকে থেমে থেমে সংঘর্ষের কথা শোনা গেলেও এখন সেটি চোখে পরছে না। তবে তাদের অবস্থান দেখে খুব একটা শুভকর মনে হচ্ছে না সাধারণ মানুষের। যে কোনো সময় বড় ধরনের ঝামেলার ইঙ্গিত মনে হচ্ছে তাদের অবস্থান দেখে।

1.বিমানবন্দরমুখী হাজারো মুসল্লি, জনমনে শঙ্কা

তাদের কর্মসূচি জানতে চাইলে আব্দুর রাজ্জাক নামের এক মুসুল্লি ডেইলি বাংলাদেশকে বলেন, আমরা কিছু জানি না। কে জানে জিজ্ঞাসা করলে তিনি জানান, আমাদের মুরব্বিরা জানে। আমাদের বিমানবন্দর গিয়ে থাকতে বলেছেন তাই এখানে অবস্থান করছি।

তবে, হাজারো মুসুল্লির ঢল বিমানবন্দর মেন গেটের সামনে, তাতে বোঝা যায় যে কোনো সময় বড় ধরনের ঝামেলা বা সংঘর্ষ ঘটতে পারে।

2.বিমানবন্দরমুখী হাজারো মুসল্লি, জনমনে শঙ্কা

 

তবে এসব দিক মাথায় রেখে পুলিশ, র‌্যাব, এপিবিএন পুলিশ শক্ত অবস্থানে রয়েছে।

আইনশৃঙ্খলাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে তাদের বাহিনীর সদস্যরা প্রস্তুত। বিমান বন্দর থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত, র‌্যাবের একাধিক দল টহল দিচ্ছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –