• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

মাশরাফিকে নিয়ে যা বললেন, বিএনপি সাংবাদিক

প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৮  

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচ‌নে মাশরাফি বিন মুর্তজার আওয়ামী লীগ থেকে ম‌নোনয়ন ফরম সংগ্রহ করা নি‌য়ে বহু আলোচনা সমালোচনা চলছে। সম্প্রতি এ সম্পর্কে বিএনপিপন্থি একজন সাংবাদিক তার ফেসবুকে একটি মন্তব্য করেছেন। দৈনিক রংপুরের পাঠকদের জন্য তা হুবহু তুলে ধরা হল।

"মাশরাফি বিয়ে করায় তার অনেক মহিলা ভক্ত যেভাবে কষ্ট পেয়েছিল, মাশরাফির আওয়ামী লীগে মনোনয়ন পত্র তোলায় কিছু মানুষের ব্যাপক সমালোচনা দেখে আমার তেমনটি মনে হচ্ছে।  মাশরাফিকে যেমন লাখ লাখ মহিলা ভক্তের মধ্যে একজনকে স্ত্রী হিসাবে বেছে নিতে হয়েছে, ঠিক তেমনি রাজনৈতিক দল হিসাবেও একটিকেই বেছে নিতে হয়েছে। আজ যদি মাশরাফি ২০ দলের নমিনেশন নিতো তাহলে হয়তো আপনারা খুশী হতেন, কিন্তু অন্য পক্ষ ঠিক একইভাবে সমালোচনা করতো।  নির্বাচন করার ও আওয়ামী লীগ বেছে নেয়ার সম্পূর্ণ নাগরিক অধিকার তার আছে।  অভিনন্দন মাশরাফিকে। আশা করি খেলার মতো রাজনীতিতেও তিনি সফল হবেন।

তবে হ্যাঁ ভক্ত হিসাবে আপনি যদি বলেন, ক্যারিয়ার শেষ করে তার রাজনীতিতে আসা উচিত ছিলো, অথবা অবসর নিয়ে তার রাজনীতিতে নামা উচিত ছিলো, তবে তার সাথে আমি একমত।" 

(ফেসবুক থেকে সংগৃহীত)

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –