• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

‘নির্বাচনে জ্বালাও-পোড়াও করলে ছাড় নেই’ বললেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১১ নভেম্বর ২০১৮  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংলাপে সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়েছি, জনগণ যাকে ভোট দেবে সেই ক্ষমতায় আসবে। তবে নির্বাচনে জ্বালাও পোড়াও করলে ক্ষমা করা হবে না।

শনিবার সন্ধ্যায় গণভবনে পীরগঞ্জ, কোটালিপাড়া ও টুঙ্গিপাড়ার নেতা কর্মীদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের জন্য সুষম উন্নয়ন করেছি। যে উন্নয়ন হয়েছে তাতে ভোট চাইতে না গেলেও জনগণ ভোট দেবে।

জনগণের দোরগোড়ায় গিয়ে সরকারের উন্নয়নের প্রচার ও ভোট চাওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এ সময় পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান, সাবেক এমপি ও বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য নূর হোসেন মন্ডল আওয়ামী লীগে যোগ দেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –