• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

দেবীগঞ্জে নদী পার হতে গিয়ে কৃষকের মৃত্যু

প্রকাশিত: ১৪ জুলাই ২০২৪  

পঞ্চগড় জেলার দেবীগঞ্জে কৃষি জমির কাজ শেষে নদী পার হয়ে বাড়ি ফেরার সময় পানিতে ডুবে বিকাশ চন্দ্র অধিকারী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুলাই) বিকেল ৫টায় উপজেলার দেবীডুবা ইউনিয়নের সুলতানপুর এলাকার ছাতনাই নদী থেকে বিকাশ চন্দ্রের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। নিহত বিকাশ চন্দ্র রায় অধিকারী দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাট বন্দর পাড়া এলাকার মৃত ভরত চন্দ্র রায়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে নিজের কৃষি জমির কাজ শেষ করে বাড়ি ফেরার সময় ছাতনাই নদ নদী পাড় হওয়ার জন্য নদীতে নামে এবং পানিতে ডুবে নিখোঁজ হয়ে যায়। আশেপাশে কাজ করা অন্য কৃষকরা তাকে নদীতে ডুবতে দেখে স্থানীয়দের ডাকাডাকি শুরু করে। পরে এলাকাবাসী নদীতে খোঁজাখুঁজি শুরু করে এবং ফায়ার সার্ভিসক খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল স্থানীয়দের সহযোগিতায় নদী থেকে বিকাশ চন্দ্র অধিকারীর মরদহ উদ্ধার করে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মোহাম্মদ ইখতেখারুল মোকাদ্দেম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং প্রাথমিক সুর-তহাল শেষে মরদেহ পরিবারের কাছে সৎকারের জন্য হস্তান্তর করেছি।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –