• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

দেবীগঞ্জে বাসার ভ্যান্টিলেটর ভেঙে নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরি

প্রকাশিত: ৩০ জুন ২০২৪  

পঞ্চগড় জেলার দেবীগঞ্জে পুলিশ সদস্যের ভাড়া বাসার ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরির অভিযোগ উঠেছে। শনিবার (৩০ জুন) রাত ৮টায় পৌরসদরের মধ্যপাড়ার ভাড়া বাসায় ভুক্তভোগী পুলিশ সদস্যের স্ত্রী বিথি রানী চুরির বিষয়টি জানায়।

ভুক্তভোগী ঐ পুলিশ সদস্যের নাম বিকাশ চন্দ্র রায়। তিনি বর্তমানে পুলিশের সহকারী উপ-পরিদর্শক হিসেবে ঢাকায় কর্মরত রয়েছেন।

ভুক্তভোগী পুলিশ সদস্যের স্ত্রী বিথি রানী গণমাধ্যম কর্মীদের জানায়, স্বামী ঢাকায় থাকায় ৩ দিন আগে গ্ৰামের বাসায় বেড়াতে যান বিথি রানী। সেখান থেকে গতকাল শনিবার (২৯ জুন) সন্ধ্যায় মধ্য পাড়ার ভাড়া বাসায় এসে দেখেন চোর অভিনব কৌশলে ঘরের ভেন্টিলেটর ভেঙে বাসায় প্রবেশ করে ঘরের সব কিছু এলোমেলো করে রেখেছে। আলমারির তালা ভেঙে দুই ভরি স্বর্ণালঙ্কার, নগদ অর্থ, এটিএম কার্ড, চেক, শাড়ি কাপড় সহ প্রায় আনুমানিক ৩ লাখ টাকার মালামাল চুরি করেছে। তিনি আরও বলেন, স্বর্ণালঙ্কারগুলো বিয়ের উপহার হিসেবে তার বাড়ি থেকে দেয়া হয়েছিল।

এদিকে চুরির বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান, চুরির খবর পেয়ে আমাদের এক পুলিশ অফিসার সেখানে গিয়েছিলেন এবং তাদের চুরির বিষয়ে থানায় এসে লিখিতভাবে অভিযোগ দিতে বলেন। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –