• শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ২ ১৪৩১

  • || ১৩ রবিউস সানি ১৪৪৬

দেবীগঞ্জে ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

প্রকাশিত: ২৬ জুন ২০২৪  

পঞ্চগড় জেলার দেবীগঞ্জে বাসায় বসে মাদক বিক্রি করার সময় নেশাজাতীয় ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ মো. ইমরান হোসেন নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটক মো. ইমরান হোসেন উপজেলার দন্ডপাল ইউনিয়নের শিমুলতলী ঝাড়পাড়া এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে।

মঙ্গলবার (২৫ জুন) রাত ১০টায় উপজেলার দন্ডপাল ইউনিয়নের শিমুলতলী ঝাড়পাড়া এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক মো. আশরাফুজ্জামানের নেতৃত্বে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে দেবীগঞ্জ থানা পুলিশের একটি দল।

অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মো. ইমরান হোসেন নামে এক মাদক কারবারিকে আটক করে পুলিশ। এ সময় তার দেহ তল্লাশি করে নেশাজাতীয় ৪৭ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট পাওয়া যায়, যার আনুমানিক বাজার মূল্য ৯ হাজার ৪০০ টাকা। এছাড়া মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি স্মার্টফোন, কাঁচি ও মাদক বিক্রির নগদ ৮৪০ টাকা জব্দ করা হয়।

দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক মাদক কারবারির বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া একই দিনে ওয়ারেন্টভুক্ত ৭ জন, অন্যান্য মামলায় একজন এবং মাদক মামলায় একজনসহ মোট ৯ জন আসামিকে আটক করে আইনগত প্রক্রিয়া শেষে আজ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –