• শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ২ ১৪৩১

  • || ১৩ রবিউস সানি ১৪৪৬

ট্রেনের বগি লাইনচ্যুত, ভেঙে গেল বিএডিসির সীমানাপ্রাচীর!

প্রকাশিত: ২৫ জুন ২০২৪  

পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে রাখা ট্রেনের অতিরিক্ত একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (২৪ জুন) বিকেলে স্টেশনের ৭০৬ নম্বর রেকের ওয়াশশিটে নেয়ার সময় এসি ৭১১৫ নম্বরের সেই বগিটি দুর্ঘটনার কবলে পড়ে।

একই সময় সেই বগি রেক থেকে নেমে গেলে চারটি চাকা মাটিতে পড়ে গিয়ে পাশে থাকা বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশনের (বিএডিসি) একটি সীমানা প্রাচীরের একটি অংশ ভেঙে গেছে।

পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার গ্রেড ফোর নিরঞ্জন রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৭১১৫ নম্বরের একটি ট্রেনের অতিরিক্ত খালি বগি ইলেক্ট্রিক পরীক্ষাসহ ওয়াশের জন্য ৭০৬ নম্বর রেকে নেয়া হচ্ছিল। এ সময় পেছনে বেক করতে গিয়ে বগির একটি অংশ রেক থেকে পড়ে যায়। তেমন কোন ক্ষয়ক্ষতি না হলেও পাশে থাকা বিএডিসির সীমানা প্রাচীরের একটি অংশ কিছুটা থাক্কায় ভেঙে যায়। এ ঘটার পরেও আমাদের স্টেশনের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। সব ট্রেন সঠিক সময় স্টেশন থেকে ছেড়ে যাবে।

বগিটির বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করা হয়েছে। তাদের নির্দেশক্রমে বগিটির পুরো অংশ রেকে তোলা হবে বলেও জানান রেলওয়ে স্টেশনের এই কর্মকর্তা।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –