• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন শল্য বালা, অতঃপর...

প্রকাশিত: ২৪ জুন ২০২৪  

পঞ্চগড় সদর উপজেলায় বজ্রপাতে শল্য বালা নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শল্য বালা একই গ্রামের জগেস চন্দ্র রায়ের স্ত্রী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়ির কাজ করে বৃষ্টির মধ্যেই টিউবওয়েলে যান শল্য বালা। এ সময় পাশে থাকা কলার গাছের ওপর বজ্রপাত ঘটলে আহত হন তিনি। এরপর চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন শল্য বালা। চিৎকার শুনে বাড়ির সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে  নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম বলেন, বিষয়টি থানা পুলিশকে অবগত করা হয়েছে।

পঞ্চগড় সদর থানার ওসি প্রদীপ কুমার রায় বলেন, বজ্রপাতে নিহতের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –