• শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ২ ১৪৩১

  • || ১৩ রবিউস সানি ১৪৪৬

দেবীগঞ্জে পাটচাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিত: ১২ জুন ২০২৪  

পঞ্চগড় জেলার দেবীগঞ্জে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতায় পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন "উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ" শীর্ষক প্রকল্পের আওতায় পাটচাষী প্রশিক্ষণ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে পাটচাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল আলমের সভাপতিত্বে পাটচাষী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মদন মোহন রায়। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পাট কর্মকর্তা অসিম মালাকার, উপজেলা পাট কর্মকর্তা মো. ইমরান প্রমুখ। পাটচাষী প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা পাট চাষ সম্প্রসারণে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন এবং ভালো মানের পাট উৎপাদনে কৃষকদের করণীয় দিকগুলো সম্পর্কে আলোচনা করেন। – দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –