• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

শরীরে স্প্লিন্টার নিয়েই মারা গেলেন বীর মুক্তিযোদ্ধা জহিরুল

প্রকাশিত: ২৬ মে ২০২৪  

পঞ্চগড়ের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

গত জানুয়ারিতে তার খাদ্যনালীতে ক্যান্সার ধরা পড়ে। ঢাকায় মেয়ের বাসায় ক্যামোথ্যারাপির মাধ্যমে তার চিকিৎসা চলছিল। শনিবার বিকেল ৫টা ১৫ মিনিটে মেয়ের বাসাতেই তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭০ বছর। বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের বাড়ি জেলা শহরের ডোকোরো পাড়া এলাকায়। 

জানা যায়, ১৯৭১ সালের শুরুর দিকে তিনি মুক্তিযুদ্ধে যোগদান করেন। সদর উপজেলার অমরখানা এলাকায় পাকিস্তানী হানাদারদের বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধারা তীব্র প্রতিরোধ গড়ে তোলেন। এ সময় পাকিস্তানি সেনারা অমরখানা এলাকায় বোমা নিক্ষেপ করে। বোমার স্প্লিন্টার জহিরুল ইসলামের গোটা শরীরে ঢুকে যায়। তিনি গুরুতর আহত হয়ে বেঁচে থাকলেও বোমার আঘাতে যুদ্ধস্থলেই মারা যান শহিদ বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান।  

আহতাবস্থায় তাকে শিলিগুড়ি বাগডোগড়া কম্বাইন্ড মিলিটারি হাসপাতালে ১ মাস চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরেন। গত বছর চিকিৎসার জন্য তাকে রংপুরের একটি হাসপাতালে এমআরআই করা হলে ডাক্তার জানায় তার শরীরের ভেতরে এখনো কিছু স্প্লিন্টার রয়ে গেছে।  

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –