• বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

পালিত হলো পঞ্চগড়মুক্ত দিবস

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০১৮  

নানা আয়োজন ও বিভিন্ন কর্মসূচির মাধ্য দিয়ে পালিত হয়েছে পঞ্চগড়মুক্ত দিবস। ১৯৭১ সালের ২৯ নভেম্বর মুক্তিযোদ্ধারা পঞ্চগড়কে পাক হানাদারমুক্ত করতে সক্ষম হয়। জয়বাংলা ধ্বনিতে উড়ানো হয় বাংলাদেশের পতাকা। 
দিবসটি উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে সকালে পঞ্চগড় সার্কিট হাউজ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পন, কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন ও জেলা শহরের একাত্তরের বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। এর আগে একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ মুক্তিযোদ্ধারা অংশ নেয়। পরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম আজম, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এসএম লিয়াকত আলীসহ মুক্তিযোদ্ধারা বক্তব্য রাখেন। এছাড়া পঞ্চগড়ের প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়ে মুক্তিযুদ্ধ কর্ণার ও মুক্তিযোদ্ধাদের একটি ডাটাবেজ তৈরির জন্য ডিসি পঞ্চগড় মুক্তযুদ্ধ ডট কম নামে একটি ওয়েব সাইট করা হয়েছে বলে সভায় জানানো হয়।  
উল্লেখ্য, দীর্ঘ সাত মাস যুদ্ধ চলার পর মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর সাড়াশি আক্রমণে ১৯৭১ সালের ২৯ নভেম্বর পঞ্চগড় পাক হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয়। পঞ্চগড়ের মাটিতে স্বাধীন বাংলাদেশের পতাকা উড়িয়ে দেয়া হয়। গত কয়েক বছর ধরে এই দিনটি পঞ্চগড়মুক্ত দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –