• মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১ ১৪৩১

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৬

নীলফামারীতে জরিমানা করা হয়েছে ভ্রাম্যমাণ আদালত

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৮  

নীলফামারীর বিভিন্ন উপজেলায় বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সদর উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাখী ছেপ, ডিমলায় জাহাঙ্গীর হোসাইন, ডোমারে জোহরা সুলতানা যুথী ও কিশোরগঞ্জে মাহবুব হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় সদর উপজেলায় সাড়ে আট হাজার, ডিমলায় নয় হাজার এবং ডোমারে সাড়ে নয় হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন- আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্যানিটারী ইন্সপেক্টরগণ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাখী ছেপ বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশ, পচাঁ-বাঁশি খাবার রাখা, মুদি দোকানে পণ্যের মূল্য তালিকা না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রিসহ নির্বাচন আচরণ বিধিমালা অমান্য করায় এসব জরিমানা আদায় করা হয়।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –