• শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ২ ১৪৩১

  • || ১৩ রবিউস সানি ১৪৪৬

বাচ্চাদের বিষম লেগে শ্বাসরোধ হতে পারে যে খাবারগুলোতে

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০১৮  

যখন কোনো খাদ্য কণা বা অন্য কিছু গলায় আটকে শ্বাস নেবার পথ বন্ধ করে দেয় তখনই বিষম লাগে। এর ফলে নিঃশ্বাস নেওয়া মুশকিল হয়ে পড়ে।

এই সমস্যা এড়াতে বাচ্চাদের বয়স অনুযায়ী খাবার খাওয়ান যাতে গলায় খাবার না আটকায় আর বিষমও না লাগে।

বাচ্চাদের বিষম লাগার ঘটনা নতুন কিছু নয়, আমরা এরকম ঘটনা প্রায়শই শুনতে পাই। কিছু ক্ষেত্রে বিষম লেগে শ্বাসকষ্ট বা শ্বাসরোধ হতে পারে যা খুব কষ্টকর। দুঃখের বিষয় এই যে এরকমটা যেকোনো ক্ষেত্রেই ঘটতে পারে।

যেসব খাবার খেলে বিষম লেগে শ্বাসরোধ হতে পারে:

> ১২ থেকে ২৪ মাস বয়সের শিশুদের বিষম লাগতে পারে এমন খাবার: বেশিরভাগ বাচ্চাই ভালো করে না চিবিয়েই গোটা খাবার গিলে নিতে চেষ্টা করে। গোল ও শক্ত খাবার সর্বাধিক ক্ষেত্রে বিষম লাগার কারণ হয়। মটর দানার চেয়ে বড় মাপের খাবার কিন্তু তাদের গলায় চট করে আটকে যেতে পারে। চলন্ত গাড়িতে বাচ্চাদের খাবার খেতে দেবেন না। কারণ, সেইসময় আপনি তাদের খাওয়ার ব্যাপারে নজর রাখতে পারবেন না।

> গাজর, কড়াইশুঁটি, বিনস: এই খাবারগুলো বাচ্চাদের দেবার আগে পিষে, ছোটো টুকরো করে কেটে বা কুড়িয়ে দেবেন।

> আঙ্গুর, তরমুজ, চেরি টম্যাটো: এই খাবারগুলো বাচ্চাদের দেবার আগে পেশাই করে বা ছোটো টুকরোয় কেটে দেবেন।

> মাংস এবং চিজ: কুঁচিয়ে বা কেটে তবেই এই খাবারগুলো বাচ্চাদের পরিবেশন করুন। চিজের বা মাখনের বড় টুকরো ওদের না দিয়ে টোস্ট বা ক্র্যাকারে লাগিয়ে সার্ভ করুন ।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –