• বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

টিউমারের ওজন সহ্য করতে পারছে না শিশু নাঈম

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০১৮  

নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউপির রামেশ্বরপুর গ্রামের দীনমজুর কামাল হোসেনের ১৪ মাস বয়সী শিশু নাইম। মাথার পেছনে ছোট একটি টিউমার নিয়ে জন্ম নেয় নাঈম। তার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে টিউমারটিও বড় হচ্ছে। এ যেন মাথার পাশে আরেকটি মাথা।

নাঈমের মা রুমা পারভীন বলেন, দুই কেজি ওজনের টিউমারের কারণে ছোট এই শিশুটি এখন ঘাড় সোজা করে বসতে পারে না। তাই অধিকাংশ সময় তাকে বিছানায় শুয়ে থাকতে হয়।

কোমলমতি এই সন্তানের এমন দৃশ্য বাবা মা কারো কাছেই সুখের নয়। প্রতিনিয়ত সন্তানের চিন্তায় যেন সংসারের কাজকর্মেও ঠিকমতো মন বসে না। ৫ সদস্যের পরিবারে একমাত্র উপাজনক্ষম ব্যক্তি হলেন তার স্বামী। বড় ছেলের বয়স ৭ বছর।

শিশুটির পিতা কামাল হোসেন জানান, গত এক বছর ধরে অনেক ডাক্তার-কবিরাজ দেখানো হলেও কোনো কাজ হয়নি। কিছুদিন আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক জানিয়েছিলেন এই টিউমার অপারেশন করতে লক্ষাধিক টাকা খরচ হবে। আমার পক্ষে এতো টাকা যোগাড় করা খুবই কষ্টকর। এ জন্য তিনি সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।

রামেশ্বরপুর গ্রামের নায়েব আলী বলেন, কামালের ছেলেটির ঘাড়ের পিছনে টিউমার হওয়ার কারণে আমাদেরও কষ্ট লাগে। সমাজের বিত্তবান-হৃদয়বান ব্যক্তিরা এগিয়ে আসলে হয়তো অপারেশন করলে শিশুটি সুস্থ হয়ে উঠতে পারবে’।

মাইজপাড়া ইউপি চেয়ারম্যান মো. জিল্লুর রহমান বলেন, নাঈমের মাথায় টিউমারের খবরটি শুনেছি। শিশুটির চিকিৎসার জন্য সহযোগিতা করা হবে। পাশাপাশি, সমাজের হৃদয়বান দানশীল ব্যক্তিদের সহযোগিতার আহবান জানাচ্ছি’।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –