• বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

মারা গেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০১৮  

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ মৃত্যুবরণ করেছেন। ৯৪ বছর বয়সে যুক্তরাষ্ট্রের হাউসটনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত মুখপাত্র জিম ম্যাকগ্র্যাথ। খবর বিবিসি’র

জর্জ এইচ ডব্লিউ বুশ, যিনি সিনিয়র বুশ নামেও পরিচিত। তিনি যুক্তরাষ্ট্রের ৪১তম প্রেসিডেন্ট ছিলেন। পরবর্তীতে তার ছেলে জর্জ ডব্লিউ বুশও দেশটির ৪৩তম প্রেসিডেন্ট নির্বাচিত হন।

তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের একজন বৈমানিক ছিলেন। ১৯৬৪ সালে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দল রিপাবলিকান পার্টিতে যোগদানের পূর্বে তিনি ছিলেন টেক্সাসের একজন ধনাঢ্য তেল ব্যবসায়ী।

১৯৮৮ সালে যুক্তরাষ্ট্রের ৪১তম প্রেসিডেন্ট নির্বাচীত হওয়ার পূর্বে ১৯৮০ সাল থেকে তিনি দুই দফায় পূর্ববর্তী রিপাবলিকান প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান প্রশাসনের উপ-প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করেছিলেন।

তিনি দীর্ঘদিন ধরে দূরারোগ্য পারকিন্সন রোগে ভূগছিলেন। চলতি বছরের এপ্রিলে ৯২ বছর বয়সে তার স্ত্রী বারবারা বুশের মৃত্যুর এক সপ্তাহ পর তিনি অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। জর্জ এইচ ডব্লিই বুশের মৃত্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের শোক জানিয়েছেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –