• মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১ ১৪৩১

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৬

তমার ‘এ লাভ স্টোরি’

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৮  

আরটিভিতে শনিবার রাত ৮টায় দেখা যাবে তমা মির্জার ‘এ লাভ স্টোরি’। এটি কোনো বাস্তব ঘটনা নয়। আর বি প্রিতমের রচনা ও পরিচালনায় একটি খণ্ড নাটকে প্রকাশ পাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রীর ভালোবাবার গল্প। নাটকটিতে তমার সহশিল্পী জোভান।নাটকটি প্রসঙ্গে তমা মির্জা ডেইলি বাংলাদেশকে বলেন, এই নাটকের নাম এ লাভ স্টোরি হলেও অর্ধেক ভালোবাসার গল্পে নির্মাণ করা হয়েছে নাটকটি। এটা আসলে বলে পুরোপুরি বোঝানো যাবে না। ঘটনাটা জানতে হলে নাটকটি দেখতে হবে।

1.আরটিভিতে তমার ‘এ লাভ স্টোরি’

নাটকটির গল্পের প্রধান দুই চরিত্র রাব্বি আর এশা সদ্য কলেজে উঠেছে। ঢাকা শহরের একটা আবাসিক কলোনিতে রাব্বি তার বাবা-মায়ের সঙ্গে থাকে। ওই কলোনিতেই নতুন আগমন হয় এশা আর তার ফ্যামিলির। ছোটবেলা থেকে এই এলাকায় থাকায় রাব্বিকে সবাই চেনে। কলোনির মাঠে ক্রিকেট খেলা, আড্ডা দেয়া রাব্বির নিত্যদিনের কাজ। এশারা যেদিন কলোনিতে প্রথম আসে সেই দিনই তাকে রাব্বির ভালো লেগে যায়। এলাকার একটি মেয়ের মাধ্যমে এশার সঙ্গে রাব্বি দেখা করতে চায়। তারপর একদিন রাব্বি এশাদের বারান্দার সামনে গিয়ে সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকে থাকে। এ সময় এলাকায় তার আর কিছু ফ্রেন্ড গিয়ে বারান্দায় এশার দিকে তাকিয়ে থাকে। রাব্বি তাদের বলে এশাকে সে পছন্দ করে। রাব্বি এশাকে ইমপ্রেস করতে বাকিদের খেলার চ্যালেঞ্জ দেয়। ফুটবল খেলায় রাব্বির দল হেরে যায়। এভাবে এগিয়ে যেতে থাকে নাটকের গল্প।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –