• শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ২ ১৪৩১

  • || ১৩ রবিউস সানি ১৪৪৬

একীভূত হচ্ছে না ইইই ও এপিইই বিভাগ

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০১৮  

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের বিরোধিতার মুখে ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (এপিইই) এবং ইইই বিভাগ দুটি একীভূত করা করা হচ্ছে না।বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকৌশল অনুষদের সদস্যদের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক একরামুল হামিদ বলেন, ‘ফ্যাকাল্টি মেম্বাররা সিদ্ধান্ত নিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে ইইই নামে একটি বিভাগ থাকায় অ্যাপ্লায়েড ফিজিকস্ বিভাগের নাম পাল্টে ইইই করা সম্ভব নয়।

আর বিভাগ দুটি একীভূত করতে হলে দুই বিভাগেরই সম্মতি দরকার। সেটা না থাকায়, অ্যাপ্লায়েড ফিজিকস্ বিভাগটি নিজ নামেই থাকছে।’

এর আগে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত প্রথম বিজ্ঞান ভবনের সামনে এপিইই বিভাগের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেন।

এদিকে বুধবার ইইই বিভাগের শিক্ষার্থীরা তাদের বিভাগের অফিস কক্ষে তালা দিয়েছিলেন। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে প্রক্টর মো. লুৎফর রহমান এসে তালা খুলে দেন।

এ সময় শিক্ষার্থীরা দাবি মানা না হলে আবারও তালা লাগিয়ে দেয়ার ঘোষণা দেন। বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষদের সদস্যদের সভায় বিভাগ দুটি একীভূত না করার সিদ্ধান্ত নেয়া হয়।

প্রসঙ্গত, গত ১১ নভেম্বর থেকে বিভাগ দুটিকে একীভূতকরণের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন এপিইই বিভাগের শিক্ষার্থীরা।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –