• শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ২ ১৪৩১

  • || ১৩ রবিউস সানি ১৪৪৬

বেরোবি’র ভর্তি পরীক্ষার তৃতীয় দিনে এক শিক্ষার্থীর পরীক্ষা বাতিল

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০১৮  

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষার তৃতীয় দিনে সোহেল রানা নামের এক শিক্ষার্থীর পরীক্ষা বাতিল করেছেন কক্ষ পরিদর্শক। ভর্তি কমিটির নির্দেশনা অনুযায়ী ওই শিক্ষার্থী তার সাথে এইচএসসির আসল রেজিস্ট্রেশন কার্ড না রাখায় তার পরীক্ষা বাতিল করা হয়। পরীক্ষা বাতিল হওয়া শিক্ষার্থী সোহেল রানা কুড়িগ্রাম সদরের বাদল চৌধুরীর ছেলে বলে জানা গেছে।


জানা যায়, মঙ্গলবার বিকেলে এফ ইউনিটের শেষ শিফটের পরীক্ষা চলাকালে একাডেমিক ভবন-৩ এর ৩০৩ নম্বর কক্ষে প্রবেশ করে সোহেল রানা। এসময় কক্ষ পরিদর্শক ইংরেজি বিভাগের শিক্ষক মৌটুসি রায় ওই শিক্ষার্থীর কাছে তার এইচএসসির আসল রেজিস্ট্রেশন কার্ড দেখতে চান। পরে ওই শিক্ষার্থী স্ক্যান করা একটি রেজিস্ট্রেশন কার্ড দেখালে তার পরীক্ষা বাতিল করা হয়।

এবিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর তাসনীম হুমাইদা বলেন, ওই শিক্ষার্থী ভর্তি কমিটির নির্দেশনা অনুযায়ী তার এইচএসসির আসল রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনেননি। তাই কক্ষ পরিদর্শক তার পরীক্ষা বাতিল করেছেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –