• বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১০ ১৪৩১

  • || ২০ রবিউল আউয়াল ১৪৪৬

সম্পর্কের নতুন অধ্যায় খোলার আহ্বান ইতালির প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৪  

রোম ও ঢাকার মধ্যে সম্পর্কের নতুন অধ্যায় খোলার আহ্বান জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। 

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক সভার সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে ইতালির প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। ইতালির প্রধানমন্ত্রী একইসঙ্গে এ কথাও বলেছেন ইতালীয়রা বাংলাদেশের বন্ধু।

ড. ইউনূস ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের একটি সংক্ষিপ্ত রূপরেখা তুলে ধরেন। পুরো বিষয়টি সমগ্র জাতির জন্য নবযাত্রার সুযোগ সুযোগ সৃষ্টি করেছে বলেও উল্লেখ করেন তিনি। মেলোনি বলেন, গুরুত্বপূর্ণ সংস্কারের পদক্ষেপে অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সমর্থন করবে ইতালি। অবশ্যই, আপনি আমাদের ওপর নির্ভর করতে পারেন। 

বৈধ পথে বাংলাদেশ থেকে ইতালিতে আরও বেশি শ্রমিক যাওয়ার সুযোগ তৈরি করতে ইতালির প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান ড. ইউনূস। তিনি বলেন, এতে  ঝুঁকিপূর্ণ অবৈধ অভিবাসন হ্রাস পাবে।  এর সঙ্গে সম্মতি জানিয়ে জর্জিয়া মেলোনি বলেন, অবৈধ অভিবাসন বন্ধে দুই দেশের একসঙ্গে কাজ করা উচিত। যারা ইতালি যাওয়ার পরিকল্পনা করছে তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থাও করা উচিত। বৈঠকে জ্বালানি ও বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক হিসেবে লামিয়া মোরশেদ এবং এবং রাষ্ট্রাচার প্রধান খন্দকার মাসুদুল আলম উপস্থিত ছিলেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –