• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

নাগরিকদের সুচারুভাবে সেবা প্রদান অব্যাহত থাকবে: দক্ষিণের প্রশাসক

প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৪  

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ড. মহ. শের আলী বলেছেন, আমরা কিছু সমস্যা দেখেছি। সেগুলো আমরা অতিক্রম করতে চাই। আমরা যেসব সেবা নাগরিকদের দিয়ে থাকি সেগুলো আরো সুন্দর, সুচারুভাবে ও দ্রুততার সঙ্গে দেওয়ার জন্য আমাদের প্রচেষ্টা থাকবে।

শনিবার বিকেলে তিনি এসব কথা বলেন।

শের আলী বলেন, ছাত্র-জনতার রক্তদানের মাধ্যমে (গঠিত সরকারের কাছে) সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেড়ে গেছে। তারা চায় সিটি কর্পোরেশন যেভাবে নাগরিক সেবা দিচ্ছিল সেটি আরো উন্নতভাবে দেওয়ার জন্য। এ প্রেক্ষাপটে আমরা বিভিন্ন জায়গা পরিদর্শন করছি।

তিনি বলেন, সিটি কর্পোরেশন যেসব সেবা দিয়ে থাকে তার মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ ও সড়ক বাতি ব্যবস্থাপনা ইত্যাদি অন্যতম। আপনারা জানেন, বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম তিনটি পর্যায়ে হয়ে থাকে। বাসাবাড়ি থেকে সংগ্রহ করে এসটিএসে রাখা এবং সেখান থেকে কেন্দ্রীয় ভাগাড়ে নিয়ে যাওয়া। আমরা এই পুরো কার্যক্রম একদিনের মধ্যে সম্পন্ন করতে চাই।

এসময় আরো উপস্থিত ছিলেন কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ নাসিম আহমেদ, অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. মোহাম্মদ সফিউল্লাহ সিদ্দিক ভুঁইয়া, স্থানীয় কাউন্সিলর মো. শামসুজ্জোহা প্রমুখ।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –