• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

প্রাথমিক খুলছে ৪ আগস্ট, বাদ ১২ সিটি কর্পোরেশন এলাকা

প্রকাশিত: ৩১ জুলাই ২০২৪  

দেশের ১২টি সিটি কর্পোরেশন ও নরসিংদীর পৌর এলাকা বাদে আগামী রোববার (৪ আগস্ট) থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয়।‌ পরিস্থিতি স্বাভাবিক হলে ঐসব এলাকার স্কুলও খুলে দেওয়া হবে।

বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

সভা শেষে এ তথ্য নিশ্চিত করেছেন প্রাথমিক অধিদফতরের মহাপরিচালক আব্দুল সামাদ।

আব্দুল সামাদ বলেন, ১২টি সিটি কর্পোরেশন এলাকা ও নরসিংদী পৌর এলাকায় অবস্থিত প্রাথমিক বিদ্যালয়গুলো বাদে দেশের অন্যান্য এলাকায় স্কুল খুলে দেওয়া হবে। এই এলাকার বিদ্যালয়গুলো খোলার বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেয়া হবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –