• শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ২০ রবিউস সানি ১৪৪৬

প্রধানমন্ত্রীর সাথে আবু সাঈদের পরিবারের আলাপ

প্রকাশিত: ২৯ জুলাই ২০২৪  

কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের স্মৃতি ধরে রাখতে ছেলের নামে একটি মসজিদ নির্মাণ এবং হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন মা মনোয়ারা বেগম। রোববার (২৮ জুলাই) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের সময় তিনি এ দাবি জানান।

১৬ জুলাই আবু সাঈদের মৃত্যুর পর নানাভাবে তার স্বজনদের সান্ত্বনা দিয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ। তবে আবু সাঈদের মা জানেন কোনো কিছুতেই তার সন্তান ফিরে আসবেন না। প্রধানমন্ত্রীর কাছে তাই এক সন্তানহারা মায়ের অনুরোধ ছিল আবু সাঈদের স্মৃতি যেন ধরে রাখা হয়।

মা মনোয়ারা বেগম বলেন, যে আমার ছেলেকে গুলি করে মেরেছে, আমি তার বিচার চাই। বিচার যেন এমন হয় যা দেখে আর কোনো মায়ের বুক খালি করার সাহস কেউ না পায়। প্রধানমন্ত্রী আমাদেরকে আশ্বস্ত করেছেন ন্যায়বিচার নিশ্চিত করবেন। আমার দাবি আমার ছেলের নামে সরকার যেন একটা মসজিদ তৈরি করে দেন। সেখানে মানুষজন নামাজ পড়বে, আবু সাঈদের জন্য দোয়া করবে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ। গণমাধ্যম ও সামজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া নিরস্ত্র এই শিক্ষার্থীর মৃত্যুর ভিডিও নাড়া দিয়েছে পুরো জাতিকে। এভাবে একটি সম্ভাবনাময়ী তরুণের মৃত্যু মেনে নিতে পারেনি সমাজের সর্বস্তরের মানুষ। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিহত আবু সাঈদের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –