• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

নতুন সময়সূচিতে ব্যাংকের লেনদেন চলছে

প্রকাশিত: ২৮ জুলাই ২০২৪  

কারফিউ শিথিলের সময়সীমা বাড়ানোয় ব্যাংক লেনদেনের সময়সূচিও সমন্বয় করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার থেকে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোতে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

শনিবার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

জানানো হয়েছে, ২৮, ২৯ ও ৩০ জুলাই সরকারি অফিস সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে তফসিলি ব্যাংকগুলো তাদের অফিস সময়সূচি সমন্বয় করবে। ব্যাংকগুলো তাদের দাফতরিক কাজ শেষ করে বিকেল সাড়ে ৩টার মধ্যে বন্ধ করে দেবে। লেনদেন চলবে বিকেল ৩টা পর্যন্ত।

এর আগে, গত বুধ ও বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ব্যাংক খোলা ছিলো।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –