• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

পৃথিবীর সব দেশেই কোটা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১৪ জুলাই ২০২৪  

রাস্তা বন্ধ না করে প্রধান বিচারপতির আহ্বানে আদালতে এসে কথা বলতে কোটাবিরোধী আন্দোলনকারীদের পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, আমি মনে করি, তাদের অপেক্ষা করা উচিত। আন্দোলন থামানো উচিত। কারণ পৃথিবীর সব জায়গাতেই কোটা রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের ক্ষুদ্র-নৃগোষ্ঠীর জন্য কিছু কোটা রয়েছে এবং সংবিধানেও সেটি বলা আছে। এই ক্ষুদ্র-নৃগোষ্ঠীর কোটা যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে এরা কোনোদিন মূল স্রোতে একত্রিত হতে পারবেন না।

শনিবার বিকেল সোয়া ৪টার দিকে ময়মনসিংহে এক অনুষ্ঠানে আসাদুজ্জামান খান এসব কথা বলেন।

তিনি বলেন, ২০১৮ সালে প্রধানমন্ত্রী কোটা উঠিয়ে দিয়েছিলেন। তারপর বিচার বিভাগ থেকে বার্তা আসছে কোটা আবার চালু হবে। এতে সংক্ষুব্ধ হয়েছেন আমাদের ছাত্ররা। তাদের দাবির পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি একটি স্পষ্ট নির্দেশনা দিয়েছেন, হাইকোর্টের রায় স্থগিত করেছেন। আর ছাত্রদের বলা হয়েছে তারা যেন তাদের কথা আদালতে এসে বলেন। তাহলে বিচারপতিদের বিচার করতে সুবিধা হবে।

শিক্ষার্থীদের রাস্তা বন্ধ না করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, রাস্তাঘাট বন্ধ করলে লাভ কী হবে আমি জানি না। দুর্ভোগ বাড়বে জনগণের। আমি মনে করি, আপনারা প্রধান বিচারপতির পরামর্শ মতো আদালতে এসে আপনাদের কথা বলুন।

এ সময় ময়মনসিংহ পুলিশের রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেনের সভাপতিত্বে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সুপার মাহমুদা আফরোজ লাকীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা, ফুলপুর আসনের এমপি শরীফ আহমেদ, সদর আসনের এমপি মোহাম্মদ মোহিত উর রহমান শান্ত, গফরগাঁওয়ের এমপি ফাহমী গোলন্দাজ বাবেল, মুক্তাগাছার এমপি কৃষিবিদ ডা. নজরুল ইসলাম, ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটুসহ আরো অনেকে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –