• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

প্রবাসীদের জন্য ৬৪ জেলায় প্রবাসী পল্লী করবে সরকার

প্রকাশিত: ৭ জুলাই ২০২৪  

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রবাসী বাংলাদেশিদের জন্য ৬৪ জেলায় প্রবাসী পল্লী করার পরিকল্পনা গ্রহণ করছে সরকার।

এই বিষয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী র আ ম ওবায়দুল মুক্তাদির চৌধুরীর নেতৃত্বে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় খুব শীঘ্রই কাজ শুরু করবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় যুগ্ম সচিব সৈয়দা ফারহানা কাউনাইন।

শুক্রবার (০৫ জুলাই) মদিনা ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির উদ্যোগে পবিত্র হজ পালন করে আসা বাংলাদেশি হাজিদের এক সংবর্ধনা অনুষ্ঠানে যুগ্মসচিব আরো বলেন, রাজউকসহ প্রত্যেকটি সিটি কর্পোরেশনেও এই ধরনের প্রকল্প (প্রবাসী পল্লী) হাতে নেয়া হবে। বিশেষ করে দেশে বৈধ উপায়ে যারা রেমিটেন্স পাঠাচ্ছেন তাদের অগ্রাধিকার দেয়া হবে।

অনুষ্ঠানে অ্যাডিশনাল ডিআইজি সাইদুর রহমান তুষার প্রবাসী বাংলাদেশীদের সংশ্লিষ্ট দেশের আইন কানুন আহ্বান জানান। পরে করোনা কালীন সময়ে বিশেষ অবদান রাখায় সৈয়দা ফারহানা কাউনাইন ও সাইদুর রহমান তুষারকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –