• শনিবার ২৬ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ১০ ১৪৩১

  • || ২১ রবিউস সানি ১৪৪৬

ট্রেনের টিকিট পেতে আধা ঘণ্টায় পৌনে ২ কোটি হিট

প্রকাশিত: ৫ জুন ২০২৪  

ট্রেনে ঈদযাত্রায় ৪র্থ দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। এদিনও ওয়েবসাইটে ব্যাপক চাপ রয়েছে। বুধবার সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শুরুর ৩০ মিনিটেই ১ কোটি ৭০ লাখ হিট পড়ে ওয়েবসাইটে। 

এদিন পশ্চিমাঞ্চলের নির্ধারিত আসন রয়েছে ১৫ হাজার ১৩৮টি। এরমধ্যে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ১৪ হাজার ৩৪৯টি টিকিট বিক্রি হয়েছে। 
এদিকে, দুপুর ২টা থেকে বিক্রি হবে পূর্বাঞ্চলের টিকিট। পূর্বাঞ্চলে আসন বরাদ্দ রয়েছে ১৫ হাজার ৮১১টি। 

আজ যারা টিকিট কিনবেন তারা ১৫ জুন ভ্রমণ করতে পারবেন। আর আগামীকাল দেওয়া হবে ১৬ জুনের টিকিট।

ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১০ই জুন থেকে। একজন যাত্রী ঈদে অগ্রিম ও ফিরতির সর্বোচ্চ একবার টিকিট ক্রয় করতে পারবেন এবং সর্বাধিক ৪টি আসনের টিকিট ক্রয় করতে পারবেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –