• শনিবার ২৬ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ১০ ১৪৩১

  • || ২১ রবিউস সানি ১৪৪৬

বাজেট অধিবেশন বসছে বুধবার

প্রকাশিত: ৫ জুন ২০২৪  

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল বুধবার। ঐদিন বিকেল ৫টা থেকে শুরু হওয়া এ বৈঠকের আগে কার্যউপদেষ্টা কমিটির বৈঠক হবে। সেখানে চলতি অধিবেশন কতদিন চলবে তা নির্ধারণ করা হবে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৪–২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

সাধারণত বাজেট অধিবেশন দীর্ঘ হয়। আগামী ৩০ জুন বাজেট পাস হওয়ার কথা রয়েছে। এর আগে ১০ জুন সম্পূরক বাজেট পাস হবে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে। মাঝে কোরবানির ঈদের কারণে কিছুদিন মুলতুবি থাকবে সংসদের বৈঠক।

সংসদের দিনের কার্যসূচি অনুযায়ী প্রথম দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশ্নোত্তর রয়েছে। এছাড়া আরো চারটি মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর হবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –