• শনিবার ২৬ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ১০ ১৪৩১

  • || ২১ রবিউস সানি ১৪৪৬

‘অনেক বাধা রয়েছে, তবুও নৌ নিরাপত্তা নিশ্চিতে কাজ করছি’

প্রকাশিত: ৪ জুন ২০২৪  

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আমাদের উন্নত প্রযুক্তি নেই, যার ফলে আমরা নদী পূর্ণ দূষণমুক্ত করতে পারিনি। ২০১৯ সালে আমরা একটি পদক্ষেপ নিয়েছিলাম কিন্তু করোনার কারণে সেটাও পিছিয়ে পড়েছিল। নৌ নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের অনেক বাধা রয়েছে, তবুও আমরা থেমে থাকিনি।

মঙ্গলবার বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে নৌ পরিবহন সপ্তাহের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী নৌ পরিবহন সেবা সহায়িকার মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, নদী হলো বাংলাদেশের প্রাণ। বঙ্গবন্ধু ১৯৭২ সালে নদীর নাব্যতা নিয়ে কথা বলেছিলেন, এরপর ১৯৯৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন। এর মধ্যে কোনো সরকার দেশের নদী নিয়ে কোনো কথা বলেনি। প্রধানমন্ত্রী দেশের নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনতে ড্রেজার মেশিনসহ যাবতীয় উপকরণ আমদানি করেছেন। আমরা আগের তুলনায় অনেক বেশি নদীর নাব্যতা ও দূষণমুক্ত রাখতে পেরেছি।

তিনি বলেন, আগে কলকারখানার বর্জ্য সরাসরি নদীতে মিশত, এখন আমরা সেগুলো অনেকটা নিয়ন্ত্রণে নিতে পেরেছি। প্রধানমন্ত্রী নদী নিয়ে ভাবছেন এবং কার্যকর পদক্ষেপের কথা বলছেন, যেগুলো কোনো সরকারপ্রধান আগে বলেননি। স্বাধীন দেশের মানুষকে স্বাধীনতার সুখ পৌঁছে দিতে এ সরকার কাজ করে যাচ্ছে।

নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা ও সচেতনতা বাড়াতে প্রতি বছরের ন্যায় এবারো পালন করা হচ্ছে নৌ নিরাপত্তা সপ্তাহ-২০২৪। এবারের প্রতিপাদ্য ‘দূষণমুক্ত নদী ও নিরাপদ নৌযান : স্মার্ট বাংলাদেশ গড়তে রাখবে অবদান’।

এ বছর ৪-১০ জুন পর্যন্ত নৌ নিরাপত্তা সপ্তাহ হিসেবে পালন করা হবে। নৌ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী নৌযান মালিক-শ্রমিকদের আলোচনা সভা, অভিযান পরিচালনাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –