• শনিবার ২৬ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ১০ ১৪৩১

  • || ২১ রবিউস সানি ১৪৪৬

রেমালের প্রভাব, ১৯ উপজেলায় ভোট স্থগিত

প্রকাশিত: ২৮ মে ২০২৪  

তৃতীয় ধাপে ১০৯টি উপজেলায় ভোট হওয়ার কথা ছিল বুধবার। তবে প্রবল ঘূর্ণিঝড় ‘রেমাল’ এর প্রভাবে ১৯টি উপজেলার ভোট স্থগিত করা হয়েছে। 

সোমবার (২৭ মে) এক সংবাদ সম্মেলনে সচিব এ তথ্য প্রতিষ্ঠানটির সচিব মো. জাহাংগীর আলম ।

সচিব বলেন, ‘মূলত আপনারা প্রত্যেকেই অবহিত রয়েছেন যে, আগামী ২৯ তারিখে ষষ্ঠ উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনের তৃতীয় ধাপে ১০৯টি উপজেলায় সাধারণ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনসহ মাঠ পর্যায়ে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, জেলা প্রশাসন, বাংলাদেশ পুলিশসহ সবাই প্রস্তুতি গ্রহণ করেছেন। 

গতকাল (রোববার) সন্ধ্যা হতে ঘূর্ণিঝড় ‘রেমাল’ বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোতে আঘাত হেনেছে, যার ফলে কোথাও ১০ নম্বর মহাবিপদ সংকেত এবং ৯ নম্বর বিপদ সংকেত ঘোষিত হয়।

‘এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, যে সমস্ত নির্বাচনি এলাকাগুলোতে জলোচ্ছ্বাসের পানি প্রবেশ করেছে, কোথাও কোথাও বেড়িবাঁধ ভেঙে পানি প্রবেশ করেছে। কোথাও কোথাও ঘূর্ণিঝড়ে গাছ উপড়ে পড়েছে। কোথাও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।’

তিনি বলেন, ‘এ সবকিছু বিবেচনায় নিয়ে জেলা প্রশাসন ও বিভাগীয় কমিশনারদের নিকট থেকে প্রাপ্ত তথ্যের আলোকে নির্বাচন কমিশন বাগেরহাট জেলার শরণখোলা, মোরেলগঞ্জ, মোংলা, খুলনা জেলার কয়রা, পাইকগাছা, ডুমুরিয়া, বরিশাল বিভাগের বরিশাল জেলার গৌরনদী, আগৈলঝাড়া, পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ, দুমকী, পিরোজপুর জেলার মঠবাড়িয়া, ভোলা জেলার তজুমদ্দিন, লালমোহন, ঝালকঠি জেলার রাজাপুর, কাঁঠালিয়া, বরগুনা জেলার বামনা, পাথরঘাটা এবং রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলা নির্বাচন আপাতত স্থগিত ঘোষণা করেছেন। মোট হচ্ছে আমাদের ১৯টা উপজেলা।’

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –