• শনিবার ২৬ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ১০ ১৪৩১

  • || ২১ রবিউস সানি ১৪৪৬

পার্বত্য চেয়ারম্যানদের পদমর্যাদা উপমন্ত্রীর সমান করার সুপারিশ

প্রকাশিত: ২৭ মে ২০২৪  

পার্বত্য চেয়ারম্যানদের পদমর্যাদা উপমন্ত্রীর সমান করার সুপারিশ

তিন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের পদমর্যাদা উপমন্ত্রীর সমান করার ব্যবস্থা নিতে সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

রোববার জাতীয় সংসদের পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়েছে। 

এছাড়া এ বৈঠকে তিন পার্বত্য জেলার মাধ্যমিক শিক্ষা সম্পর্কিত এবং স্বাস্থ্য সেবা সম্পর্কিত প্রতিবেদন উপস্থাপন এবং বিগত বৈঠকে সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।  

বৈঠকে পার্বত্য খাগড়াছড়ি, পার্বত্য রাঙামাটি ও পার্বত্য বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যানের পদমর্যাদা উপমন্ত্রীর পদমর্যাদার সমান করার যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে কমিটি।

কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিংয়ের সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা, দীপংকর তালুকদার, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, পংকজ নাথ, আব্দুল মোতালেব, মো. মঈন উদ্দিন এবং জ্বরতী তঞ্চঙ্গ্যাঁ বৈঠকে অংশ নেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –