• শনিবার ২৬ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ১০ ১৪৩১

  • || ২১ রবিউস সানি ১৪৪৬

ঘূর্ণিঝড়ে টেলিযোগাযোগ ঠিক রাখতে নেয়া হয়েছে যে ব্যবস্থা

প্রকাশিত: ২৭ মে ২০২৪  

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়েছে। এর কারণে কোনো ধরনের দুর্যোগ পরিস্থিতি তৈরি হলে টেলিযোগাযোগ নেটওয়ার্কিং ব্যবস্থা সচল রাখতে বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সূত্রে জানা গেছে, এই মনিটরিং সেলের মাধ্যমে ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে এমন এলাকায় সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। নেয়া হয়েছে বাড়তি ব্যবস্থা।

রোববার দুপুরে বিটিআরসির কমিশনার প্রকৌশলী শেখ রিয়াজ আহমেদ গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘূর্ণিঝড় রেমালকে কেন্দ্র করে আমাদের বিশেষ বৈঠক সম্পন্ন হয়েছে। সেখানে আলোচনার পর আমরা বিশেষ মনিটরিং সেল গঠন করেছি। উপকূলবর্তী অঞ্চলে মোবাইলের নেটওয়ার্কসহ আনুষঙ্গিক বিষয়াদি ঠিক রাখার জন্য যথার্থ ব্যবস্থা নেয়া হয়েছে। 

প্রকৌশলী শেখ রিয়াজ আহমেদ বলেন, এখন পর্যন্ত আমাদের সব সিগন্যাল ও নেটওয়ার্কিং ব্যবস্থাপনা ঠিক আছে। সার্বক্ষণিক আমাদের যোগাযোগ হচ্ছে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।

অপরদিকে দুর্যোগ মোকাবিলা এবং দুর্গত মানুষের পাশে থাকার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ সব মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান এ তথ্য জানিয়েছেন।

আবহাওয়া অফিসের সর্বশেষ তথ্যে জানা গেছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে প্রবল ঘূর্ণিঝড় রেমাল। এর প্রভাবে দেশের ১৬টি জেলায় ৮-২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। একই সঙ্গে অতি ভারী বৃষ্টির ফলে ৫টি জেলায় ভূমিধসের আশঙ্কাও রয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –