• শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ২ ১৪৩১

  • || ১৩ রবিউস সানি ১৪৪৬

আজ জামালগঞ্জ মুক্ত দিবস

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০১৮  

সুনামগঞ্জের জামালগঞ্জে বুধবার সকালে জামালগঞ্জ মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র‌্যালি পরিষদ প্রাঙ্গণ থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ ইউএনও মো. শামীম আল ইমরান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, জামালগঞ্জ থানার ওসি আবুল হাসেম, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার শ্রকিান্ত তালুকদার, মুক্তিযোদ্ধা অঞ্জান রঞ্জন সরকার, আলতাফুর রহমান, আব্দুর রশিদ, সাংবাদিক ফোরামের সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকারসহ মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশিল সমাজের নেতারা।

বক্তারা বলেন, ১৯৭১ সালের ৫ ডিসেম্বর জামালগঞ্জ মুক্ত করা হয়। এই দিনে মুক্তিযোদ্ধারা রক্ত দিয়ে পাকিস্তানের হানাদার বাহিনীকে বিতাড়িত করেন। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –