• শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ২ ১৪৩১

  • || ১৩ রবিউস সানি ১৪৪৬

স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় আসলে দেশ ও জাতি ক্ষতিগ্রস্ত হবে

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০১৮  

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে প্রতিক্রিয়াশীল ও স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় আসলে দেশ ও জাতি ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. কাজী খলিকুজ্জামান। এ প্রেক্ষিতে নির্বাচনে তাদের জয়লাভ ঠেকাতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি।

বুধবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে জাগো বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে ‘প্রতিক্রিয়াশীল রাজনীতি ও আসন্ন নির্বাচন’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

বর্তমান সরকারের আমলে দেশের অর্থনীতি অনেক এগিয়েছে উল্লেখ করে খলিকুজ্জামান বলেন, আগামী নির্বাচনে প্রতিক্রিয়াশীল ও স্বাধীনতা বিরোধীরা জয়লাভ করলে দেশ পিছিয়ে যাবে। এতে ধারাবাহিক অর্থনৈতিক উন্নয়নের ধারাও ব্যাহত হবে।

তিনি বলেন, প্রতিক্রিয়াশীল, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিরোধীরা ঘাপটি মেরে বসে আছে। সুযোগ পেলেই ছোঁ মারবে। তারা বোঝে না, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে মূল্যবোধ সৃষ্টি করা যাবে না। তাই আমাদের সতর্ক থাকতে হবে।

খলিকুজ্জামান আরো বলেন, অনেক মুক্তিযোদ্ধা আছেন যারা মুক্তিযুদ্ধকে মনে প্রাণে ধারণ করতে পারেননি। শুধু করার জন্য করেছিলেন। তাদের হৃদয়ে বঙ্গবন্ধুর আদর্শের কোনো ছিটেফোঁটাও নেই। এসব মুক্তিযোদ্ধাদের চিহিৃত করে আগামী সংসদ নির্বাচনে তাদের বয়কট করতে হবে। এজন্য আদর্শবান মুক্তিযোদ্ধাদের এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেন তিনি।

সংবিধানের চারটি স্তম্ভের কথা উল্লেখ করে বিশিষ্ট এই অর্থনীতিবিদ বলেন, মানব মর্যাদায় মানুষকে প্রতিষ্ঠিত হতে হবে। এর পেছনে রয়েছে মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের চেতনা বাদ দিয়ে কিছুই করা সম্ভব নয়। বিরোধীরা বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে শক্তি সঞ্চয় করেছিলো। নির্বাচন আসলেই তারা মাথাচারা দিয়ে ওঠে। আগামী নির্বাচনে তারা যেন কোনোভাবেই ক্ষমতায় আসতে পারে না পারে, সেজন্য আমাদের সতর্ক থাকতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাগো বাংলা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কবি ও সাংবাদিক নাসির আহমেদ।

এতে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন- ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য ড. আবদুল মান্নান চৌধুরী, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, যুদ্ধাপরাধ বিশেষজ্ঞ ডা. এম এ হাসান, সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযুষ বন্দ্যোপাধ্যায়, সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব ডা. মামুন আল মাহতাব, ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম মুরাদ, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কাদের খান, রাজনীতি বিশ্লেষক ও সাংবাদিক সুভাষ সিংহ রায়, সমকালের সহযোগী সম্পাদক অজয় দাসগুপ্ত প্রমুখ।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –