• শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ২ ১৪৩১

  • || ১৩ রবিউস সানি ১৪৪৬

আজ থেকে অ্যাক্রোবেটিক প্রদর্শনী

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০১৮  

শিল্পকলা একাডেমির আয়োজনে দেশের সাতটি স্থানে অ্যাক্রোবেটিক প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ বুধবার শুরু হয়ে এসব প্রদর্শনী অনুষ্ঠিত হবে ১১ ডিসেম্বর পর্যন্ত। এসব আয়োজনে মনোমুগ্ধকর অ্যাক্রোবেট প্রদর্শন করবে শিল্পকলা একাডেমির অ্যাক্রোবেটিক দল। 

বগুড়ার জিলা স্কুল মাঠে আজ বুধবার বিকেল সাড়ে ৫টায়, দিনাজপুরের সেতাবগঞ্জ বড় মাঠে আগামীকাল সন্ধ্যা ৬টায়, দিনাজপুর সদর গোর-এ ময়দানে ৭ ডিসেম্বর বিকেল ৩টায়, নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনারে ৮ ডিসেম্বর সন্ধ্যা ৬টায়, সিরাজগঞ্জ নাটুয়ার পাড়াহাটে ৯ ডিসেম্বর সন্ধ্যা ৬টায়, ফরিদপুর কবি জসীমউদ্দীন মিলনায়তনে ১০ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় এবং রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বরে ১১ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে এসব প্রদর্শনী।

দেশব্যাপী অ্যাক্রোবেটিক প্রদর্শনী ২০১৮-১৯-এর অংশ হিসেবে পর্যায়ক্রমে সারা দেশে এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –