• মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১ ১৪৩১

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৬

জমি-জমার বিরোধকে কেন্দ্র করে এক বিধবা গুরুতর আহত

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৮  

বিরলে জমি-জমার বিরোধে প্রতিপক্ষের হামলায় একজন বিধবা মহিলা গুরুতর আহত হয়েছে। আহত বিধবা মহিলার নাম মঞ্জুয়ারা তিনি এখন চিকিৎসাধীন রয়েছেন। 

 

থানার লিখিত অভিযোগে জানা গেছে, বিলল উপজেলার পলাশবাড়ী ইউপি’র হরিপুর গ্রামের মৃত খতিব উদ্দীনের বিধবা স্ত্রী মঞ্জুয়ারার সাথে একই গ্রামের ভাতিজা বেলাল উদ্দিনের পুত্র মোঃ ইমাম এর জমি-জমা সংক্রান্ত পূর্ব বিরোধ চলে আসছিল।

২৬ নভেম্বর সোমবার মোঃ ইমাম পূর্ব বিরোধের জের ধরে মঞ্জুয়ারাকে মারপিট করে গুরুতর আহত করে। প্রতিবেশিরা এগিয়ে এলে মোঃ ইমাম খুন, জখম, গুমসহ বিভিন্ন রকমের মিথ্যা মামলায় জড়িয়ে জেলের ভাত খাওয়ানোর হুমকি প্রদান করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত আঞ্জুয়ারাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। চিকিৎসক জানিয়েছে মঞ্জুয়ারার অবস্থা সংকটাপন্ন।

এ ব্যাপারে মোঃ ইমাম উদ্দীন, তাঁর মেঝো বড়আব্বা স্থানীয় ইউপি সদস্য আব্দুল জলিল (ঝুলি), অপর বড়আব্বা মোকসেদ আলী ও পিতা বেলাল উদ্দীনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। থানা পুলিশ ঘটনার তদন্ত করছে বলে জানিয়েছে। থানা পুলিশ ঘটনাস্থলে যাওয়ায় মোঃ ইমাম মঞ্জুয়ারার পরিবারের সদস্যদেরকে দেখে নেয়ার হুমকি দিয়ে আসছে।

তাই মঞ্জুয়ারার পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে বলে অভিযোগ উঠেছে। মঞ্জুয়ারা ও তাঁর পরিবারের সদস্যদের নিরাপত্তায় সংশ্লিষ্ট প্রশাসনের আমুর হস্তক্ষেপ কামনা করা হয়েছে।ঘটনার তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়েছে। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –