• মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১ ১৪৩১

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৬

তিন শিল্পীকে ১৫ লাখ টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৮  

চলচ্চিত্র ও নাট্য অভিনেত্রী মিনু মমতাজ, নাট্য অভিনেত্রী আইরিন অধিকারী ও ডাবিং শিল্পী খেয়া ইসলামকে ১৫ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার দুপুরে এই তিন শিল্পীকে এ অনুদান প্রধান করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পী ঐক্যজোটের সাধারণ সম্পাদন জিএম সৈকত।

তিনি ডেইলি বাংলাদেশকে বলেন, মিনু মমতাজ, আইরিন অধিকারী ও খেয়া ইসলাম এই তিন শিল্পীকে ৫ লাখ করে মোট ১৫ লাখ টাকা অনুদান প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ তিন জনের হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রীর নিজস্ব আর্থিক তহবিল বিভাগের কর্মকর্তারা। সঞ্চয়ীপত্র হিসেবে প্রতি মাসে একটি করে কিস্তিতে তাদের এই টাকা দেয়া হবে।

শিল্পী ঐক্যজোটের সাধারণ সম্পাদক জিএম সৈকত আরো জানান, অনেক দিন থেকে মিনু মমতাজ কিডনি এবং চোখের সমস্যায় ভুগছেন। আইরিন অধিকারী মেরুদণ্ডের হাড় ও পেটে টিউমার রোগে ভুগছেন এবং খেয়া ইসলাম ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত। তাদের সহায়তার জন্য নভেম্বরে শিল্পী ঐক্য জোটের সভাপতি ও অভিনেতা ডি এ তায়েবের পরামর্শে প্রধানমন্ত্রী বরাবর আবেদন করা হয়েছিল। সংগঠনটির সহযোগিতায় সরকারি অনুদান পেল এই তিন শিল্পী। অনুদান পাওয়ার পর প্রধানমন্ত্রী ও এই সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

এর আগে সাম্প্রতিক সময়ে আফজাল শরীফ, ড্যানি রাজ, প্রবীর মিত্র, কুদ্দুস বয়াতি, রেহানা জলি, নূতন ও সর্বশেষ চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেনের চিকিৎসার জন্য অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –