• শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ২ ১৪৩১

  • || ১৩ রবিউস সানি ১৪৪৬

পীরগাছা থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৪  

মাদক-জুয়াসহ অপরাধমূলক কর্মকা- বন্ধে পুলিশকে আরো গতিশীল হওয়া ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষে রংপুরের পীরগাছা থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। পীরগাছা থানা পুলিশের আয়োজনে বৃহস্পতিবার সকালে থানা প্রাঙ্গণে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। থানার অফিসার ইনচার্জ নুরে আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, রংপুর পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ শরীফ উদ্দিন। পীরগাছা থানার এসআই শাহনেওয়াজ এর সঞ্চালনায় অনুষ্ঠানো আরো বক্তব্য দেন, সহকারি পুলিশ সুপার (সি-সার্কেল) মাহমুদুল হাসান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আফছার আলী, উপজেলা বিএনপি সদস্য সচিব খন্দকার মতিয়ার রহমান, যুগ্ম আহ্বায়ক জাকির আহম্মেদ, উপজেলা জামায়াতের আমীর মোস্তাক আহম্মেদ, সাবেক আমীর ও পীরগাছা সরকারি কলেজের বিভাগীয় প্রধান মোত্তালেব হোসাইন, তাম্বুলপুর ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল, ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মাওলানা সাইফুল ইসলাম, স্কুল শিক্ষক আব্দুল্লাহ আল মাসুদ, ছাত্র সমন্বয়ক শামীম হোসেন, ফারদিন এহসান মাহিম প্রমুখ। অনুষ্ঠানে মাদক-জুয়া বন্ধ, থানায় মানুষ হয়রানি না করা, মিথ্যা ও হয়রানী মূলক মামলা না করাসহ নানা বিষয়ে আলোচনা করা হয়। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –