• বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

পঞ্চগড়ে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৪  

পঞ্চগড়ের বোদা উপজেলায় নিজ শয়নকক্ষ থেকে ফাইরুজ আনিকা ওয়াশিমা প্রিনন (৩৩) নামে এক নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার পৌর এলাকার ৭নং ওয়ার্ডের প্রামানিক পাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।চিকিৎসক ফাইরুজ আনিকা ওয়াশিমা প্রিনন বোদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজের মেয়ে।ঘটনার পর থেকে এলাকাজুড়ে চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। তবে প্রাথমিক সুরতহাল শেষে পুলিশের ধারণা ওই নারী চিকিৎসক আত্মহত্যা করেছেন।

জানা গেছে, বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বে থাকলেও প্রেষণে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন তিনি। এদিকে মঙ্গলবার সকালে নিজবাড়ির শয়নকক্ষে সবার অজান্তে গলায় ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস দেন আনিকা। বেলা বাড়ার পরেও ঘর থেকে বের না হওয়ায় পরিবারের সদস্যরা তাকে ডাকতে গেলে দরজা বন্ধ পায়।

পরে ঘরের দরজা ভেঙে তাকে গলায় ওড়না পেঁচানো কিছু অংশসহ মেঝেতে পড়ে থাকতে দেখে। দ্রুত তাকে সেখান থেকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বোদা থানার ওসি মোজাম্মেল হক ঘটনার সত্যতা  নিশ্চিত করে বলেন, মরদেহের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। তবে ঘটনার পরপরই আমাদের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ফ্যানের সঙ্গে ওড়নার ছিঁড়ে যাওয়া কিছু অংশ পেয়েছে।পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –