• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

রানীশংকৈলে গুল খেয়ে শিশুর মৃত্যু  

প্রকাশিত: ১৩ জুন ২০২৪  

 
ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলায় গুল খেয়ে ১৮ মাস বয়সী এক মেয়ে শিশুর মৃত্যুর হয়েছে। গতকাল (বুধবার) সন্ধ্যায় উপজেলার ধর্মগড় ইউনিয়নের চেংমারি গ্রামে ঘটনাটি ঘটে।

মারা যাওয়া শিশুটির নাম সিদ্দিকা আক্তার। সে ওই গ্রামের দিনমজুর আবু বক্কর সিদ্দিকের মেয়ে।

এলাকাবাসী ও  স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম বলেন, বিকেলের দিকে শিশুটির বাবা ও মা দুজনেই বসতঘরের চৌকির ওপর ১৮ মাস বয়সী সিদ্দিকাকে রেখে বাড়ির পাশের মাঠে ঘাস কাটতে যান। কাজ শেষে সন্ধ্যায় বাসায় ফিরে দেখতে পান বাড়ির উঠানের পাশে রাস্তায় শিশুটির হাতে গুলভর্তি থাকা প্লাস্টিকের কৌটাসহ শিশুটি ছটফট করছে। পরে শিশুটিকে পার্শ্ববর্তী বাজারে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা জানান, গুল  খেয়ে শিশুটির মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় এডিএমের অনুমতি সাপেক্ষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –