• শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১০.৭ ডিগ্রি

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৪  

পঞ্চগড়ে আজ ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামী কয়েক দিন তাপমাত্রা আরো কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বুধবার সকাল ৯টায় জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবক্ষণ কেন্দ্রে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর ৩ ঘণ্টা আগে সকাল ৬ টায় ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। 

তেঁতুলিয়া আবহাওয়া পর্যেবক্ষণ কেন্দ্রের পর্যেবক্ষক রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, আজকে তেঁতুলিয়ায় ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামী কয়েক দিন পর তাপমাত্রা আরো কমার সম্ভাবনা রয়েছে। যা গতকাল মঙ্গলবার একই তাপমাত্রা ছিল ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। 

এছাড়া গত কয়েকদিন থেকে উত্তর হিমালয় থেকে বয়ে আসা হিমশীতল ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশায় সূর্যের দেখা যায়নি। শহর ও গ্রাম এলাকাগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, সন্ধ্যার পর  তাপমাত্রা একটু বেশি থাকলেও গ্রাম ও সমতলের চা বাগানে বেশ ঠান্ডা অনুভূত হয়। ঠান্ডার পাশাপাশি হিমেল বাতাসের কারণে বিপাকে পড়েন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষেরা। বিশেষ করে সমতল ও নদী বিধৌত চা বাগানগুলোয় শীতের প্রকোভ বেশি অনুভূত হয়।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –