• রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

দিনাজপুরে একদিনেই তাপমাত্রা কমল ৩ ডিগ্রি

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৪  

ঘন কুয়াশা ও কনকনে শীত কাঁপছে দিনাজপুরের জনজীবন। ফলে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। বুধবার সকাল ৬টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৭ ডিগ্রি সেলসিয়াস।

বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান। 

তিনি বলেন, সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯৫ শতাংশ। মঙ্গলবার একই সময় তাপমাত্রা ছিল ১৪.০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিল ৯৮ শতাংশ।

এদিকে ঠান্ডা বাড়ার সঙ্গে সঙ্গে শীতজনিত রোগে আক্রান্তের হার বেড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্ক মানুষেরা বেশি পরিমাণে আক্রান্ত হচ্ছেন। হাসপাতালগুলোতে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর চাপ বেড়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –